শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৮
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০২৮। আলী ইব্ন শায়বা (রাযিঃ)..... আমর ইব্ন রাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হাফসা বিনত উমার (রাযিঃ)-এর মুসহাফে লিখিত ছিলঃ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَهِيَ صَلَاةُ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ “তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাতের), তা হলো আসরের সালাত এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে।” প্রমমোক্ত রিওয়ায়াত সমূহে উল্লিখিত আল্লাহ তাআলার ইরশাদের মর্ম যা আমরা বর্ণনা করেছি, তা এই রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছে যে, আসরের সালাতকে ‘সালাতুল আসর’ এবং ‘সালাতুল উস্তা’ও বলা হয়। সুতরাং এর দ্বারা সেই সমস্ত লোকদের উক্তি প্রমাণিত হল যাদের মতে এর দ্বারা ‘সালাতুল আসর’ই উদ্দেশ্য। এ বিষয়ে বারা ইব্ন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত হাফসা (রাযিঃ), আয়িশা (রাযিঃ) ও উম্মু কুলসূম (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত রহিত হওয়ার স্বপহ্মে প্রমাণ বহন করেঃ
1028 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَمْرِو بْنِ رَافِعٍ , قَالَ: «كَانَ مَكْتُوبًا فِي مُصْحَفِ حَفْصَةَ بِنْتِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا» حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَهِيَ صَلَاةُ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ " فَقَدْ ثَبَتَ بِهَذَا مَا صَرَفْنَا إِلَيْهِ تَأْوِيلَ الْآثَارِ الْأُوَلِ مِنْ قَوْلِهِ: «حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَصَلَاةِ الْعَصْرِ» أَنَّهُ سَمَّى صَلَاةَ الْعَصْرِ بِالْعَصْرِ وَبِالْوُسْطَى. فَقَدْ ثَبَتَ بِهَذَا قَوْلُ مَنْ ذَهَبَ إِلَى أَنَّهَا صَلَاةُ الْعَصْرِ. وَقَدْ رُوِيَ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ فِي ذَلِكَ , مَا يَدُلُّ عَلَى نَسْخِ مَا رُوِيَ فِي ذَلِكَ عَنْ حَفْصَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَعَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَأُمِّ كُلْثُومٍ
