আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪৫৩৮
আন্তর্জাতিক নং: ৪৮৯৮
আল্লাহর বাণীঃ وآخرين منهم لما يلحقوا بهم "এবং তাদের অন্যান্যের জন্যও যারা এখনো তাদের সাথে মিলিত হয় নি" (৬২ঃ৩) উমর (রাযিঃ) فاسعوا إلى ذكر الله এর স্থলে فامضوا إلى ذكر الله (ধাবিত হও আল্লাহর যিকিরের দিকে) পড়তেন।
৪৫৩৮। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব (রাহঃ) ......... আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, আমাদের লোক অথবা তাদের কতিপয় লোক অবশ্যই তা পেয়ে যাবে।
باب قوله وآخرين منهم لما يلحقوا بهم وقرأ عمر فامضوا إلى ذكر الله
4898 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، أَخْبَرَنِي ثَوْرٌ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنَالَهُ رِجَالٌ مِنْ [ص:152] هَؤُلاَءِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৫৩৮ | মুসলিম বাংলা