আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৯৯
২৫৬২. আল্লাহর বাণীঃ وإذا رأوا تجارة "এবং যখন তারা ব্যবসা (পণ্য দ্রব্য) দেখল (৬২ঃ ১১)
৪৫৩৯। হাফস ইবনে উমর (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার জুমআর দিন একটি বাণিজ্য দল আসল, আমরা নবী (ﷺ) এর সাথে ছিলাম। বারজন লোক ব্যতীত সকলেই সে দিকে ধাবিত হলো। এ প্রসঙ্গে আল্লাহ নাযিল করলেন- “এবং যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক, তখন তারা (আপনাকে দাঁড়ান অবস্থায় রেখে) সে দিকে ছুটে গেল” (৬২ঃ ১১)।
