আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৯৭
সূরা জুমআ
২৫৬১. আল্লাহর বাণীঃ وآخرين منهم لما يلحقوا بهم "এবং তাদের অন্যান্যের জন্যও যারা এখনো তাদের সাথে মিলিত হয় নি" (৬২ঃ৩)
উমর (রাযিঃ) فاسعوا إلى ذكر الله এর স্থলে فامضوا إلى ذكر الله (ধাবিত হও আল্লাহর যিকিরের দিকে) পড়তেন।
২৫৬১. আল্লাহর বাণীঃ وآخرين منهم لما يلحقوا بهم "এবং তাদের অন্যান্যের জন্যও যারা এখনো তাদের সাথে মিলিত হয় নি" (৬২ঃ৩)
উমর (রাযিঃ) فاسعوا إلى ذكر الله এর স্থলে فامضوا إلى ذكر الله (ধাবিত হও আল্লাহর যিকিরের দিকে) পড়তেন।
৪৫৩৭। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর কাছে বসেছিলাম। এমতাবস্থায় তাঁর উপর নাযিল হল সূরা জুমআ, যার একটি আয়াত হল- “এবং তাদের অন্যান্যের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি”। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা ইয়া রাসূলাল্লাহ! তিনবার একথা জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি কোন উত্তর দিলেন না।
আমাদের মাঝে সালমান ফারসী (রাযিঃ)ও উপস্থিত ছিলেন। আল্লাহর রাসূল(ﷺ) সালমান (রাযিঃ) এর উপর হাত রেখে বললেন, ঈমান সূরাইয়া নক্ষত্রের কাছে থাকলেও আমাদের কিছু লোক অথবা তাদের এক ব্যক্তি তা অবশ্যই পেয়ে যাবে।
আমাদের মাঝে সালমান ফারসী (রাযিঃ)ও উপস্থিত ছিলেন। আল্লাহর রাসূল(ﷺ) সালমান (রাযিঃ) এর উপর হাত রেখে বললেন, ঈমান সূরাইয়া নক্ষত্রের কাছে থাকলেও আমাদের কিছু লোক অথবা তাদের এক ব্যক্তি তা অবশ্যই পেয়ে যাবে।
