আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৯৬
সূরা সাফফ
মুজাহিদ (রাহঃ) বলেন, مَنْ أَنْصَارِيْٓ إِلَى اللهِ অর্থ, আল্লাহর পথে কে আমার অনুসরণ করবে?
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, مَرْصُوْصٌ অর্থ ঐ বস্তু যার এক অংশ অপর অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ইয়াহয়া বলেন, رَّصَاصِ (শিলা) ধাতু থেকে مَرْصُوْصًا শব্দটির উৎপত্তি।
মুজাহিদ (রাহঃ) বলেন, مَنْ أَنْصَارِيْٓ إِلَى اللهِ অর্থ, আল্লাহর পথে কে আমার অনুসরণ করবে?
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, مَرْصُوْصٌ অর্থ ঐ বস্তু যার এক অংশ অপর অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ইয়াহয়া বলেন, رَّصَاصِ (শিলা) ধাতু থেকে مَرْصُوْصًا শব্দটির উৎপত্তি।
৪৫৩৬। আবুল ইয়ামান (রাহঃ) .........জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, “আমার অনেকগুলো নাম আছে। আমি মুহাম্মাদ, আমি আহমাদ এবং আমি মাহী। যার দ্বারা আল্লাহ সকল কুফরী বিলুপ্ত করবেন। এবং আমি হাশির, আমার পশ্চাতে সমস্ত মানুষকে সমবেত করা হবে এবং আমি আকিব, সর্বশেষ আগমনকারী”।


বর্ণনাকারী: