শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৬
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০২৬। ইউসুস (রাহঃ)..... আয়িশা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু ইউসুস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আয়িশা (রাযিঃ) আমাকে নির্দেশ দিয়েছেন। তারপর তিনি হাফসা (রাযিঃ) থেকে আলী ইব্ন মা’বাদ (রাহঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ উল্লেখ করেছেন।
1026 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي يُونُسَ، مَوْلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهُ قَالَ: أَمَرَتْنِي عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ حَفْصَةَ , مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ مَعْبَدٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০২৬ | মুসলিম বাংলা