শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২৪
আন্তর্জাতিক নং: ১০২৫
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০২৪-১০২৫। আলী ইব্ন মা’বাদ ইব্ন নূহ (রাহঃ)..... আবু জাফর মুহাম্মাদ ইব্ন আলী (রাহঃ) ওনাফি‘ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমার ইব্ন খাত্তাব (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আমর ইব্ন রাফি‘ (রাহঃ) তাঁদের দ’জনকে বর্ণনা করেছেন যে, তিনি আযওয়াজে মুতাহারাতের যুগে কুরআন শরীফের কপি লিখতেন। তিনি বলেন, উম্মুল মু’মিনীন হাফসা বিনত উমার (রাযিঃ) আমাকে এক কপি লিখার জন্য দিয়ে বললেন, যখন সূরা বাকারার এই আয়াত পর্যন্ত পৌঁছবে তখন আমার নিকট না আসা পর্যন্ত তা লিখবে না। আমি তোমাকে তা সেভাবে লিখাব যেভাবে আমি তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সংরহ্মণ করেছি। তিনি বলেন, কখন আমি সেই পর্যন্ত পৌঁছলাম, তখন আমি তাঁর নিকট সেই কাগজ নিয়ে এলাম, যাতে তা লিখছিলাম। তিনি বললেন, লিখঃ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَصَلَاةِ الْعَصْرِ “তোমরা সালতের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবর্তী সালাত ও আসরের সালাতের প্রতি”।

ইউনুস (রাহঃ)..... আমর ইব্ন রাফি (রাহঃ) হাফসা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি নবী (ﷺ)-এর উল্লেখ করেননি।
1024 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدِ بْنِ نُوحٍ قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ: ثنا أَبِي , عَنِ ابْنِ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ , وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ: أَنَّ عَمْرَو بْنَ رَافِعٍ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ حَدَّثَهُمَا أَنَّهُ كَانَ يَكْتُبُ الْمَصَاحِفَ عَلَى عَهْدِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " اسْتَكْتَبَتْنِي حَفْصَةُ رَضِيَ اللهُ عَنْهَا بِنْتُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهَ، زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصْحَفًا، وَقَالَتْ لِي: إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ مِنْ سُورَةِ الْبَقَرَةِ , فَلَا تَكْتُبْهَا حَتَّى تَأْتِيَنِي فَأُمْلِيَهَا عَلَيْكَ كَمَا حَفِظْتُهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَلَمَّا بَلَغْتُهَا أَتَيْتُهَا بِالْوَرَقَةِ الَّتِي أَكْتُبُهَا فَقَالَتْ: اكْتُبْ «حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَصَلَاةِ الْعَصْرِ»

1025 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَمْرِو بْنِ رَافِعٍ، مِثْلَهُ , عَنْ حَفْصَةَ، غَيْرَ أَنَّهَا لَمْ تَذْكُرِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০২৪ | মুসলিম বাংলা