শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২৩
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০২৩। ফাহাদ (রাহঃ)..... যির ইব্ন উবায়দিল্লাহ আবাদী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) হল- আসরের সালাত। (وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ) “এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে”।
বস্তুত যখন সংশ্লিষ্ট বিষয়ে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বিভিন্ন বক্তব্য বর্ণিত আছে, তাই আমরা চাচ্ছি অন্য (রাবী)দের রিওয়ায়াত দেখব, যারা এর দ্বারা আসরের সালাত ব্যতীত অন্য সালাত উদ্দেশ্য নেন। নবী (ﷺ) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যা এর স্বপহ্মে প্রমাণ বহন করে, তারা নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করেছেনঃ
বস্তুত যখন সংশ্লিষ্ট বিষয়ে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বিভিন্ন বক্তব্য বর্ণিত আছে, তাই আমরা চাচ্ছি অন্য (রাবী)দের রিওয়ায়াত দেখব, যারা এর দ্বারা আসরের সালাত ব্যতীত অন্য সালাত উদ্দেশ্য নেন। নবী (ﷺ) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যা এর স্বপহ্মে প্রমাণ বহন করে, তারা নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করেছেনঃ
1023 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ زِرِّ بْنِ عُبَيْدِ اللهِ الْعَبْدِيِّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: " الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الْعَصْرِ {وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] " فَلَمَّا اخْتُلِفَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي ذَلِكَ , أَرَدْنَا أَنْ نَنْظُرَ فِيمَا رُوِيَ عَنْ غَيْرِهِ. وَذَهَبَ أَيْضًا مَنْ ذَهَبَ إِلَى أَنَّهَا غَيْرُ الْعَصْرِ أَنَّهُ قَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ عَلَى ذَلِكَ. فَذَكَرُوا مَا
