শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১৬
আন্তর্জাতিক নং: ১০১৭
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০১৬-১০১৭। আলী ইব্‌ন শায়বা (রাহঃ)..... যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা সালাতে কথা-বার্তা বলতাম। অবশেষে এই আয়াত অবতীর্ণ হয়ঃ
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

‘তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) এর প্রতি এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। এরপর আমাদেরকে চুপ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

হুসাইন ইব্‌ন নসর (রাহঃ) বলেন, আমি ইয়াযীদ ইবন হারূন (রাহঃ)-কে অনুরূপ উল্লেখ করতে শুনেছি।
1016 - فَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ , عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ , عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ , قَالَ: " كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلَاةِ حَتَّى نَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] فَأُمِرْنَا بِالسُّكُوتِ "

1017 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০১৬ | মুসলিম বাংলা