শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১৮
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০১৮। আবু বিশর রকী‘ (রাহঃ)......সুফইয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ আয়াত-এর ব্যাপারে মনসুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা (সাহাবীগণ) সালাতের মাঝে কথা-বার্তা বলতেন। অবশেষে এই আয়াত অবতীর্ণ হয় : 'কুনূত' নিশ্চুপ থাকা এবং আনুগত্যের অর্থেও ব্যবহৃত হয়।
1018 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ سُفْيَانَ، فِي هَذِهِ الْآيَةِ {وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] فَذَكَرَ عَنْ مَنْصُورٍ , عَنْ مُجَاهِدٍ قَالَ: «كَانُوا يَتَكَلَّمُونَ فِي الصَّلَاةِ , حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فَالْقُنُوتُ السُّكُوتُ , وَالْقُنُوتُ الطَّاعَةُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০১৮ | মুসলিম বাংলা