শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৫
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০১৫। আবু বাকরা (রাহঃ)...... আবুল আলিয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি আবু মুসা আশ্'আরী (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করি। আমার পার্শ্বে (দাঁড়ানো) নবী ((ﷺ))-এর এক সাহাবী বললেন, এটা হল 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত)।
ইব্ন আব্বাস (রাযিঃ) এ বিষয়ে যে মত গ্রহণ করেছেন এর স্বপক্ষে তিনি নিম্নোক্ত আয়াত দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাতের প্রতি) এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।” তাঁর মতে এই কুনূত হল ফজরের সালাতের কুনূত। তাই তিনি এর দ্বারা সাব্যস্ত করেছেন যে, মধ্যবর্তী সালাত হল সেটা, যার মধ্যে তাঁর মতে কুনূত রয়েছে।
এই আয়াত অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বক্তব্যের বিরোধিতা করা হয়েছেঃ
ইব্ন আব্বাস (রাযিঃ) এ বিষয়ে যে মত গ্রহণ করেছেন এর স্বপক্ষে তিনি নিম্নোক্ত আয়াত দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাতের প্রতি) এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।” তাঁর মতে এই কুনূত হল ফজরের সালাতের কুনূত। তাই তিনি এর দ্বারা সাব্যস্ত করেছেন যে, মধ্যবর্তী সালাত হল সেটা, যার মধ্যে তাঁর মতে কুনূত রয়েছে।
এই আয়াত অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে ইব্ন আব্বাস (রাযিঃ)-এর বক্তব্যের বিরোধিতা করা হয়েছেঃ
1015 - حَدَّثَنِي أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ صَلَاةَ الصُّبْحِ , فَقَالَ رَجُلٌ إِلَى جَنْبِي مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ الصَّلَاةُ الْوُسْطَى» فَكَانَ مَا ذَهَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ هَذَا هُوَ قَوْلُ اللهِ عَزَّ وَجَلَّ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] فَكَانَ ذَلِكَ الْقُنُوتُ عِنْدَهُ هُوَ قُنُوتُ الصُّبْحِ فَجَعَلَ بِذَلِكَ الصَّلَاةَ الْوُسْطَى هِيَ الصَّلَاةُ الَّتِي فِيهَا الْقُنُوتُ عِنْدَهُ. وَقَدْ خُولِفَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي هَذِهِ الْآيَةِ , فِيمَ نَزَلَتْ؟
