শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৯
আন্তর্জাতিক নং: ১০১০
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০০৯-১০১০। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ও ইউনুস (রাহঃ)..... সালিম (রাহঃ) তাঁর পিতা (আব্দুল্লাহ্ ইবন উমার রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সালাতুল উস্তা হল আসরের সালাত যেহেতু এ বিষয়ে ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতে বৈপরিত্য পাওয়া গেল, তাই এতে প্রমাণিত হয় যে, তাঁর নিকট এ বিষয়ে নবী ((ﷺ)) থেকে কিছুই নেই। অতএব আমরা অন্যদের থেকে বর্ণিত রিওয়ায়াতের দিকে প্রত্যাবর্তন করেছি :
1009 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ وَفَهْدٌ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ ح

1010 - وحَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ: ثنا اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ: «الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الْعَصْرِ» فَلَمَّا تَضَادَّ مَا رُوِيَ فِي ذَلِكَ , عَنِ ابْنِ عُمَرَ دَلَّ هَذَا عَلَى أَنَّهُ لَمْ يَكُنْ عِنْدَهُ فِيهِ شَيْءٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَرَجَعْنَا إِلَى مَا رُوِيَ عَنْ غَيْرِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০০৯ | মুসলিম বাংলা