শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১১
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০১১। আবু বাকরা (রাহঃ)..... আবু রাজা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ইব্ন আব্বাস (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করি। তিনি রুকুর পূর্বে (দু'আ) কুনূত পড়লেন এবং বললেন, এটা 'সালাতুল উস্তা'।
1011 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ , عَنْ عَوْفٍ , عَنْ أَبِي رَجَاءٍ قَالَ: " صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا الْغَدَاةَ فَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ , وَقَالَ: «هَذِهِ الصَّلَاةُ الْوُسْطَى»
