শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৬
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০০৬। ইবন মারযূক (রাযিঃ)...... সাঈদ ইবন মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যেই সালাত থেকে পশ্চাত অবলম্বনকারীদের জ্বালিয়ে দিতে রাসূলুল্লাহ্((ﷺ)) ইচ্ছা পোষণ করেছিলেন তা হল ইশা'র সালাত।

জাবির (রাযিঃ) থেকে (উল্লেখিত) এই সমস্তের পরিপন্থী বিষয় বর্ণিত আছে। আর রাসূলুল্লাহ্((ﷺ))-এর পক্ষ থেকে ওই বক্তব্য সালাতের অবস্থার জন্য ছিল না, বরং অন্য কোন অবস্থার জন্য ছিল :
1006 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا حَمَّادٌ، قَالَ: أنا عَطَاءُ الْخُرَاسَانِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: «كَانَتِ الصَّلَاةُ الَّتِي أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُحَرِّقَ عَلَى مَنْ تَخَلَّفَ عَنْهَا صَلَاةَ الْعِشَاءِ الْآخِرَةِ» وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ خِلَافُ ذَلِكَ كُلِّهِ وَأَنَّ ذَلِكَ الْقَوْلَ , لَمْ يَكُنْ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَالِ الصَّلَاةِ , وَإِنَّمَا كَانَ لِحَالٍ أُخْرَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০০৬ | মুসলিম বাংলা