শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৯
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
৯৯৯। ইব্‌ন আবী দাউদ (রাহঃ)...... আব্দুল্লাহ্ (রাযিঃ) সূত্রে নবী((ﷺ)) থেকে রিওয়ায়াত করেন, তিনি এরূপ কতিপয় লোকদের উদ্দেশ্যে বলেছেন, যারা জুমু'আর সালাত থেকে পিছে থাকে, “আমার ইচ্ছা হয় যে, কোন ব্যক্তিকে নির্দেশ দেই যে, সে লোকদেরকে সালাত পড়াবে তারপর আমি সেই সমস্ত লোকদের গৃহে অগ্নি সংযোগ করি যারা জুমু'আ থেকে পিছনে থেকে যায়।”

ইব্‌ন মাসউদ (রাযিঃ)-এর ব্যাখ্যা

এই ইব্‌ন মাসউদ (রাযিঃ) বলছেন যে, নবী((ﷺ))-এর ওই উক্তি তাদের ব্যাপারে ছিল, যারা জুমু'আর (সালাত) ছেড়ে দিয়ে নিজেদের গৃহে বসে থাকে। তিনি এই হাদীস দ্বারা জুমু'আ যে 'সালাতুল উস্তা' –এর উপর প্রমাণ পেশ করেননি, বরং তিনি এর পরিপন্থী বক্তব্য প্রদান করেছেন, আর তা হল আসরের সালাত। ইনশাআল্লাহ্ তা'আলা এই বিষয়টি যথাস্থানে আমরা অবতারণা করব।

কিছু সংখ্যক তাবেঈনও এ বিষয়ে ইব্‌ন মাসউদ (রাযিঃ) যা বলেছেন তার সাথে একমত পোষণ করেছেনঃ
999 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ: «لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ , ثُمَّ أُحَرِّقَ عَلَى قَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ فِي بُيُوتِهِمْ» فَهَذَا ابْنُ مَسْعُودٍ يُخْبِرُ أَنَّ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ إِنَّمَا كَانَ لِلْمُتَخَلِّفِينَ عَنِ الْجُمُعَةِ فِي بُيُوتِهِمْ. وَلَمْ يَسْتَدِلَّ هُوَ بِذَلِكَ عَلَى أَنَّ الْجُمُعَةَ هِيَ الصَّلَاةُ الْوُسْطَى , بَلْ قَالَ بِضِدِّ ذَلِكَ وَأَنَّهَا الْعَصْرُ وَسَنَأْتِي بِذَلِكَ فِي مَوْضِعِهِ إِنْ شَاءَ اللهُ تَعَالَى. وَقَدْ وَافَقَ ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى مَا قَالَ مِنْ ذَلِكَ غَيْرُهُ مِنَ التَّابِعِينَ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের ভাষ্য মোতাবেক আযান শুনেও যারা মাসজিদে না যায় রসূল স. তাদের ঘর-বাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ধমকি দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ফরয নামায জামাতে আদায় করা একান্ত জরুরী।
মুসলিম শরীফের এক বর্ণনায় উল্লেখ আছে যে, এক অন্ধ ব্যক্তি রসূল স.-এর নিকট এসে মাসজিদে না গিয়ে বাড়ীতে নামায পড়ার অনুমতি চাইলে রসূল স. তাকে অনুমতি দেননি। (মুসলিম-১৩৬১)
tahqiqতাহকীক:তাহকীক চলমান