শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০০
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০০০। ইব্‌ন মারযূক (রাহঃ)...... হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সেই সালাত যার ব্যাপারে রাসূলুল্লাহ্((ﷺ)) সেই সমস্ত লোকদের গৃহ জ্বালিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তা ছিল জুমুআর সালাত।

আবু হুরায়রা (রাযিঃ) থেকেও পূর্বোক্ত মতের পরিপন্থী বক্তব্য বর্ণিত আছে :
1000 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: زَعَمَ حُمَيْدٌ وَغَيْرُهُ , عَنِ الْحَسَنِ، قَالَ: «كَانَتِ الصَّلَاةُ الَّتِي أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُحَرِّقَ عَلَى أَهْلِهَا , صَلَاةَ الْجُمُعَةِ» وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ خِلَافُ ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০০০ | মুসলিম বাংলা