শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯২
৯- ' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
৯৯২। রবী` ইব্ন সুলায়মান মুরাদী আল মুয়াযযিন (র.)......যাবারকান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার কুরায়শের কিছু সংখ্যক লোক জমায়েত ছিলেন। তাদের নিকট দিয়ে যায়দ ইবন সাবিত (রাযিঃ) অতিক্রম করছিলেন। তাঁরা তাঁর নিকট নিজেদের দুই বালককে 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করলেন। তিনি বললেন, তা হল যুহরের সালাত। এরপর তাদের মধ্য থেকে দুই ব্যক্তি উঠে তাঁর নিকট গেলেন। তিনি বললেন, তা হল যুহরের সালাত। যেহেতু রাসূলুল্লাহ্((ﷺ)) যুহরের সালাত দ্বিপ্রহরের সময়ে (সূর্য ঢলে যাওয়ার পর) আদায় করতেন। তাঁর পিছনে এক বা দুই কাতার (মুসল্লী) হত লোকেরা তখন তাদের দ্বিপ্রহরের বিশ্রাম এবং ব্যবসায় লিপ্ত থাকত। এই প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা আয়াত অবতীর্ণ করলেনঃ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى "তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত সালাতুল উস্তার (মধ্যবর্তী সালাত) প্রতি” তখন নবী (ﷺ) বললেনঃ লোকেরা হয় সালাত পরিত্যাগ করা থেকে বিরত থাকবে নয়ত আমি তাদের গৃহ জ্বালিয়ে দিব।
بَابُ الصَّلَاةِ الْوُسْطَى أَيُّ الصَّلَوَاتِ؟
992 - حَدَّثَنَا رَبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُرَادِيُّ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ , عَنِ الزِّبْرِقَانِ قَالَ: إِنَّ رَهْطًا مِنْ قُرَيْشٍ اجْتَمَعُوا , فَمَرَّ بِهِمْ زَيْدُ بْنُ ثَابِتٍ , فَأَرْسَلُوا إِلَيْهِ غُلَامَيْنِ لَهُمْ يَسْأَلَانِهِ عَنِ الصَّلَاةِ الْوُسْطَى , فَقَالَ: هِيَ الظُّهْرُ فَقَامَ إِلَيْهِ رَجُلَانِ مِنْهُمْ , فَقَالَ: هِيَ الظُّهْرُ , إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَجِيرِ فَلَا يَكُونُ وَرَاءَهُ إِلَّا الصَّفُّ وَالصَّفَّانِ , وَالنَّاسُ فِي قَائِلَتِهِمْ , وَتِجَارَتِهِمْ , فَأَنْزَلَ اللهُ تَعَالَى {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَنْتَهِيَنَّ رِجَالٌ أَوْ لَأُحَرِّقَنَّ بُيُوتَهُمْ»
