শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৯১
দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৯১। ফাহাদ ইব্ন সুলায়মান (রাহঃ)........ আব্দুর রহমান ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর হজ্জব্রত পালনে তাঁর সঙ্গে ছিলাম। তিনি যুহরের সালাতকে বিলম্বে ও আসরের সালাতকে জলদি আদায় করতেন এবং মাগরিবের সালাতকে বিলম্বে ও ইশার সালাতকে জলদি আদায় করতেন। আর ফজরের সালাতকে ফর্সা হয়ে গেলে আদায় করতেন।
বস্তুত এই অনুচ্ছেদে দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি সম্পর্কে আমরা যে মত পোষণ করেছি সেটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
বস্তুত এই অনুচ্ছেদে দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি সম্পর্কে আমরা যে মত পোষণ করেছি সেটাই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
991 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ: «صَحِبْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي حَجَّةٍ , فَكَانَ يُؤَخِّرُ الظُّهْرَ , وَيُعَجِّلُ الْعَصْرَ , وَيُؤَخِّرُ الْمَغْرِبَ وَيُعَجِّلُ الْعِشَاءَ , وَيُسْفِرُ بِصَلَاةِ الْغَدَاةِ» وَجَمِيعُ مَا ذَهَبْنَا إِلَيْهِ فِي هَذَا الْبَابِ , مِنْ كَيْفِيَّةِ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ , قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
