শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯০
দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি?
৯৯০। মুহাম্মাদ ইব্‌ন নো'মান সাকতী (রাহঃ)...... আবু উসমান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ও সা'দ ইব্‌ন মালিক (রাযিঃ) হজ্জব্রত পালনের জন্য রওয়ানা হলাম এবং আমরা অত্যন্ত দ্রুত যাচ্ছিলাম। আমরা (আরাফাতে) যুহর ও আসরের সালাতকে একত্রে আদায় করতাম। এর একটিকে (আসরকে) আগে এবং অন্যটি (যুহর)কে বিলম্বে আদায় করতাম। (অনুরূপভাবে) মাগরিব ও ইশাকে একত্রে আদায় করতাম। একটিকে আগে এবং অন্যটিকে বিলম্বে আদায় করতাম। তারপর আমরা মক্কায় পৌঁছে গেলাম।
990 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّقَطِيُّ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: ثنا أَبُو خَيْثَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: «وَفَدْتُ أَنَا وَسَعْدُ بْنُ مَالِكٍ، وَنَحْنُ نُبَادِرُ لِلْحَجِّ فَكُنَّا نَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ , نُقَدِّمُ مِنْ هَذِهِ , وَنُؤَخِّرُ مِنْ هَذِهِ , وَنَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ , نُقَدِّمُ مِنْ هَذِهِ , وَنُؤَخِّرُ مِنْ هَذِهِ حَتَّى قَدِمْنَا مَكَّةَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৯০ | মুসলিম বাংলা