শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৯৩
নামাযের অধ্যায়
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
৯৯৩। ফাহাদ (রাহঃ).....যায়দ ইব্‌ন সাবিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী((ﷺ)) যুহরের সালাত দ্বিপ্রহরের সময় ('হাজির' অথবা হাজিরাহ শব্দ বলেছেন) আদায় করতেন। তাঁর সাহাবাদের উপরে এই সালাত সর্বাপেক্ষা ভারী (কষ্টকর) হত। এই প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হল :
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى

“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে; বিশেষত 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাতের প্রতি) যেহেতু এর পূর্বেও রয়েছে দু'টি সালাত এবং এর পরে দু'টি সালাত।
كتاب الصلاة
993 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ حَكِيمٍ، عَنِ الزِّبْرِقَانِ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَجِيرِ , أَوْ قَالَ: بِالْهَاجِرَةِ , وَكَانَتْ أَثْقَلَ الصَّلَوَاتِ عَلَى أَصْحَابِهِ , فَنَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] , لِأَنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ ; وَبَعْدَهَا صَلَاتَيْنِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৯৩ | মুসলিম বাংলা