শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫৪
আন্তর্জাতিক নং: ৯৫৫
সালাতের ওয়াক্ত
৯৫৪-৯৫৫। ইবন দাউদ (রাহঃ)..... মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) মুহাজির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমার (রাযিঃ) একবার আবু মুসা (রাযিঃ)-এর উদ্দেশ্যে লিখলেন ইশার (সালাতের) ওয়াক্ত আরম্ভ হওয়া থেকে অর্ধরাত পর্যন্ত যখন ইচ্ছা ইশার সালাত আদায় করতে পার

আবু বাকরা (রাহঃ).... মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) মুহাজির (রাহঃ) থেকে অনুরূপ রিওয়াত করেছেন।


আলী ইবন শায়বা (রাহঃ)..... মুহাম্মাদ (রাহঃ) মুহাজির (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি “আমি তা তোমার জন্য অর্ধেক মনে করি" বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। এই রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হল যে, তিনি (রাযিঃ), তাঁকে অনুমতি প্রদান করেছেন যে, অর্ধরাত পর্যন্ত সালাত আদায় করতে পার। তিনি একে অর্ধেক সাব্যস্ত করেছেন।
এ বিষয়ে তাঁর থেকে নিম্নোক্ত রিওয়ায়াতও বর্ণিত আছে ।
مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنِ الْمُهَاجِرِ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى: «أَنْ صَلِّ صَلَاةَ الْعِشَاءِ مِنَ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ» أَيْ حِينَ شِئْتَ

954 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ الْمُهَاجِرِ، مِثْلَهُ

955- حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنِ الْمُهَاجِرِ، مِثْلَهُ وَزَادَ «وَلَا أَدْرِي ذَلِكَ إِلَّا نِصْفًا لَكَ» فَفِي هَذَا أَنَّهُ قَدْ جَعَلَ لَهُ أَنْ يُصَلِّيَهَا إِلَى نِصْفِ اللَّيْلِ وَقَدْ جَعَلَ ذَلِكَ نِصْفًا، وَقَدْ رُوِيَ عَنْهُ أَيْضًا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৫৪ | মুসলিম বাংলা