শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৩
সালাতের ওয়াক্ত
৯৫৩। মুহাম্মাদ ইবন হুযায়মা (রাহঃ)..... আসলাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমার ইবন খাত্তাব (রাযিঃ) লিখেছেন যে, ইশার (সালাতের) ওয়াক্ত 'শাফাক' অদৃশ্য হওয়া থেকে রাতের এক তৃতীয়াংশ (অতিক্রান্ত) হওয়া পর্যন্ত। কোন ব্যস্ততা ব্যতীত তাকে বিলম্ব করবে না এবং এর পূর্বে ঘুমিয়ে পড়বে না। কেউ যদি এর পূর্বে ঘুমায়, তার দুই চোখ যেন (কোনদিন) না ঘুমায়। তিনি এটা তিনবার বলেছেন।
ইনি হলেন উমার (রাযিঃ), তাঁর থেকে নিম্নোক্ত রিওয়ায়াতও বর্ণিত আছে ।
ইনি হলেন উমার (রাযিঃ), তাঁর থেকে নিম্নোক্ত রিওয়ায়াতও বর্ণিত আছে ।
953 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ أَسْلَمَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ: «إِنَّ وَقْتَ الْعِشَاءِ الْآخِرَةِ إِذَا غَابَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ , وَلَا تُؤَخِّرُوهُ إِلَى ذَلِكَ , إِلَّا مَنْ شُغِلَ , وَلَا تَنَامُوا قَبْلَهَا , فَمَنْ نَامَ قَبْلَهَا , فَلَا نَامَتْ عَيْنَاهُ» قَالَهَا ثَلَاثًا فَهَذَا عُمَرُ قَدْ رُوِيَ عَنْهُ أَيْضًا
