শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৯
আন্তর্জাতিক নং: ৯৫১
সালাতের ওয়াক্ত
৯৪৯-৯৫১। ইউনুস (রাযিঃ).... হুমায়দ তবীল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি ঃ একবার এক রাতে রাসূলুল্লাহ্ (ইশার) সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্ব করলেন। তারপর সালাত শেষে আমাদের অভিমুখী হয়ে বললেন : অন্যান্য লোক সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই আছ (বলে গণ্য হবে)।

নসর ইবন মারযূক (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

ফাহাদ (র.).... আনাস (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ব্যাখ্যা

বস্তুত এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি এই (ইশার) সালাত অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পর আদায় করেছেন। এতে প্রমাণিত হয় যে, অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পরও ইশার ওয়াক্ত অবশিষ্ট থাকে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁর থেকে এরূপ রিওয়ায়াতও বর্ণিত আছে, যা (উল্লেখিত রিওয়ায়াত) অপেক্ষা অধিক প্রমাণ বহন করে।
949 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أنا يَحْيَى بْنُ أَيُّوبَ , وَعَبْدُ اللهِ بْنُ عُمَرَ , وَأَنَسُ بْنُ عِيَاضٍ , عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ , قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: " أَخَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى شَطْرِ اللَّيْلِ ثُمَّ انْصَرَفَ فَأَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ بَعْدَمَا صَلَّى بِنَا. فَقَالَ: «قَدْ صَلَّى النَّاسُ وَرَقَدُوا , لَمْ تَزَالُوا فِي صَلَاةٍ , مَا انْتَظَرْتُمُوهَا»

950 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، مِثْلَهُ

951 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّهُ صَلَّاهَا بَعْدَ مُضِيِّ نِصْفِ اللَّيْلِ فَذَلِكَ دَلِيلٌ أَنَّهُ قَدْ كَانَتْ بَقِيَّةٌ مِنْ وَقْتِهَا , بَعْدَ مُضِيِّ نِصْفِ اللَّيْلِ. وَقَدْ رُوِيَ عَنْهُ ذَلِكَ أَيْضًا , مَا هُوَ أَدَلُّ مِنْ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৪৯ | মুসলিম বাংলা