শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩৯
সালাতের ওয়াক্ত
৯৩৯। ইবনে আবী দাউদ (রাহঃ) ….. আব্দুর রহমান ইবন লাবিবা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে একবার আবু হুরায়রা (রাযিঃ) জিজ্ঞাসা করলেন রাতের ঘন অন্ধকার কখন হয়? বললেন, যখন সূর্য অস্তমিত হয়। আবু হুরায়রা (রাযিঃ) বললেন, এর পরপরই মাগরিবকে জলদি কর, এরপরে একে জলদি কর।
939 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ لَبِيبَةَ، قَالَ: قَالَ لِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: مَتَى غَسَقُ اللَّيْلِ؟ قُلْتُ: إِذَا غَرَبَتِ الشَّمْسُ , قَالَ: «فَاحْدُرِ الْمَغْرِبَ فِي إِثْرِهَا ثُمَّ احْدُرْهَا فِي إِثْرِهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৩৯ | মুসলিম বাংলা