শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩৮
সালাতের ওয়াক্ত
৯৩৮। ইবন আবী দাউদ (রাহঃ)...... ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার সূর্যাস্তের সময় বলেছেন সেই আল্লাহর কসম, যিনি ব্যতীত কোন মা'বুদ নেই, এই সময়টিই এই সালাতের ওয়াক্ত। তারপর আব্দুল্লাহ (রাযিঃ) এ কথার সমর্থনে কুরআন শরীফের (নিম্নোক্ত) আয়াত তিলাওয়াত করলেনঃ
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ
"সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে”) বললেন ঢলে পড়ার দ্বারা সূর্যাস্ত উদ্দেশ্য (এটা ইবন মাসউদ বা-এর নিজস্ব অভিমত, অনুবাদক) আর রাতের ঘন অন্ধকার দ্বারা অন্ধকার নেমে আসার সময়কে বুঝানো হয়েছে। সুতরাং সালাত এ দুয়ের মাঝখানে।
938 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ: " وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ إِنَّ هَذِهِ السَّاعَةَ لَمِيقَاتُ هَذِهِ الصَّلَاةِ ثُمَّ قَرَأَ عَبْدُ اللهِ تَصْدِيقَ ذَلِكَ مِنْ كِتَابِ اللهِ {أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ} [الإسراء: 78] قَالَ: وَدُلُوكُهَا حِينَ تَغِيبُ , وَغَسَقُ اللَّيْلِ حِينَ يُظْلِمُ فَالصَّلَاةُ بَيْنَهُمَا "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৩৮ | মুসলিম বাংলা