শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৬
আন্তর্জাতিক নং: ৯৩৭
সালাতের ওয়াক্ত
৯৩৬-৯৩৭। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) …. আব্দুর রহমান বিন ইয়াজিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে , তিনি বলেছেন, একবার আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) সূর্যাস্তের সময় তাঁর সাথীদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তারপর তিনি বললেন সেই আল্লাহর কসম! যিনি ব্যতীত কোন মা'বুদ নেই। এই সালাতের ওয়াক্ত এটাই।
ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়াত বর্ণনা করেছেন।
ফাহাদ (রাহঃ) ….. আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়াত বর্ণনা করেছেন।
936 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: قَالَ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ: صَلَّى ابْنُ مَسْعُودٍ بِأَصْحَابِهِ الْمَغْرِبَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ , ثُمَّ قَالَ: «هَذَا، وَالَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، وَقْتُ هَذِهِ الصَّلَاةِ»
937 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللهِ، مِثْلَهُ
937 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللهِ، مِثْلَهُ
