শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩৫
সালাতের ওয়াক্ত
৯৩৫। ফাহাদ (রাহঃ) …. আব্দুর রহমান বিন ইয়াজুদ ( র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন একবার আব্দুল্লাহ (রাযিঃ) তাঁর সাথীদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তখন তার সাথীরা উঠে সূর্য দেখা যায় কিনা তা লক্ষ্য করতে লাগলেন। তিনি বললেন, তোমরা কি দেখছ? তাঁরা বললেন, আমরা দেখছি সূর্য অস্তমিত হয়েছে কিনা? আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! যিনি ব্যতীত কোন মা'বুদ নেই, এটাই এই সালাতের ওয়াক্ত। তারপর আব্দুল্লাহ (রাযিঃ) (প্রমাণ হিসেবে নিম্নোক্ত আয়াত) তিলাওয়াত করলেন।
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ

"সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে" (সূরা ১৭৪৭৮)। তিনি হাত দিয়ে মাগরিবের দিকে ইশারা করে বললেন, এটা হচ্ছে, রাতের অন্ধকার। আবার উদয়স্থলের দিকে হাতে ইশারা করে বললেন, এটা হল সূর্যের হেলে পড়া। বলা হল, তোমাদেরকে আমারা (রাহঃ) ও কি রিওয়ায়াত করেছেন? তিনি বললেন, হ্যাঁ।
935 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَمْرُو بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: " صَلَّى عَبْدُ اللهِ بِأَصْحَابِهِ صَلَاةَ الْمَغْرِبِ , فَقَامَ أَصْحَابُهُ يَتَرَاءُونَ الشَّمْسَ فَقَالَ: مَا تَنْظُرُونَ؟ قَالُوا نَنْظُرُ , أَغَابَتِ الشَّمْسُ. فَقَالَ عَبْدُ اللهِ: هَذَا , وَاللهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ وَقْتُ هَذِهِ الصَّلَاةِ , ثُمَّ قَرَأَ عَبْدُ اللهِ {أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ} [الإسراء: 78] وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْمَغْرِبِ فَقَالَ: هَذَا غَسَقُ اللَّيْلِ وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْمَطْلَعِ , فَقَالَ: هَذَا دُلُوكُ الشَّمْسِ. قِيلَ حَدَّثَكُمْ عُمَارَةُ أَيْضًا؟ قَالَ: نَعَمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৩৫ | মুসলিম বাংলা