শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৪
সালাতের ওয়াক্ত
৯৩৪। ইব্ন মারযূক (রাহঃ)..... সাঈদ ইব্ন মুসায়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার উমার (রাযিঃ) ‘জাবিয়া’ অধিবাসীদেরকে লিখলেন যে, তারাকারাজি প্রকাশিত হওয়ার পূর্বে মাগরিবের সালাত আদায় করে নিবে।
934 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى أَهْلِ الْجَابِيَةِ: «أَنْ صَلُّوا الْمَغْرِبَ قَبْلَ أَنْ تَبْدُوَ النُّجُومُ»
