শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৩
সালাতের ওয়াক্ত
৯৩৩। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... মুহাজির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার উমার ইবন খাত্তাব (রাযিঃ) আবু মুসা (রাযিঃ)-এর নিকট এই মর্মে পত্র লিখলেন যে, যখন সূর্য অস্তমিত হয় তখনই মাগরিবের সালাত আদায় কর।
933 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنِ الْمُهَاجِرِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى: «أَنْ صَلِّ الْمَغْرِبَ، حِينَ تَغْرُبُ الشَّمْسُ»
