শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৩০
আন্তর্জাতিক নং: ৯৩২
সালাতের ওয়াক্ত
৯৩০-৯৩২। সুলাইমান ইবন শুয়াইব (রাহঃ).... সুওয়াইদ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, উমার (রাযিঃ) বলেছেনঃ তোমরা এই মাগরিবের সালাত সেই সময়ে আদায় কর, যখন রাস্তায় ফর্সা অবশিষ্ট থাকে।

ইবন মারজুক (রাহঃ).... ইমরান (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

মুহাম্মাদ ইবন খুয়ায়মা (রাহঃ)... ইমরান (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেন।
930 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: قَالَ عُمَرُ: «صَلُّوا هَذِهِ الصَّلَاةَ يَعْنِي الْمَغْرِبَ وَالْفِجَاجُ مُسْفِرَةٌ»

931 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ عَنْ عِمْرَانَ , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.

932 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ عِمْرَانَ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৩০ | মুসলিম বাংলা