শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭০
ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে
৮৭০। ইব্ন আবী ইমরান (রাহঃ)..... সুফইয়ান ইব্ন সাঈদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁকে জনৈক ব্যক্তি বললঃ আমি ফজর উদয় হওয়ার পূর্বে আযান দেই, যেন আমি সর্ব প্রথম ব্যক্তি হই, যে আসমানের দরোজার কড়া নাড়বে। সুফইয়ান (রাহঃ) বললেন, না, (এরূপ করবে না) যতহ্মণ না ফজর উদ্ভাসিত হয়।
এ বিষয়ে আলকামা (রাহঃ) থেকেও বর্ণিত আছেঃ
870 - حَدَّثَنِي ابْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: سَمِعْتُ سُفْيَانَ بْنَ سَعِيدٍ، وَقَالَ لَهُ رَجُلٌ: إِنِّي أُؤَذِّنُ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ لِأَكُونَ أَوَّلَ مَنْ يَقْرَعُ بَابَ السَّمَاءِ بِالنِّدَاءِ. فَقَالَ سُفْيَانُ: «لَا , حَتَّى يَنْفَجِرَ الْفَجْرُ» وَقَدْ رُوِيَ عَنْ عَلْقَمَةَ مِنْ هَذَا شَيْءٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৭০ | মুসলিম বাংলা