শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭১
ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে
৮৭১। ফাহাদ (রাহঃ)..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা আলকামা (রাযিঃ) কে মক্কা অভিমুখে বিদায় সম্বর্ধনা জানালাম। তিনি রাতে বের হলেন, তখন এক মুয়াযযিনকে রাতে আযান দিতে শুনেন। তিনি
বললেন, এই (মুয়াযযিন) ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণের সুন্নতের বিরোধিতা করেছে। সে যদি ঘুমিয়ে থাকত, তার জন্য উত্তম হত। যখন ফজর উদয় হত তখন আযান দিত।
বস্তুত আলকামা (রাহঃ) বলেন যে, ফজর উদয় হওয়ার পূর্বে আযান দেয়া রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহাবীগণের সুন্নত-এর পরিপন্থী।
871 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ، قَالَ: أنا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: شَيَّعْنَا عَلْقَمَةَ إِلَى مَكَّةَ , فَخَرَجَ بِلَيْلٍ فَسَمِعَ مُؤَذِّنًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَقَالَ: «أَمَّا هَذَا فَقَدْ خَالَفَ سُنَّةَ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لَوْ كَانَ نَائِمًا كَانَ خَيْرًا لَهُ فَإِذَا طَلَعَ الْفَجْرُ , أَذَّنَ» فَأَخْبَرَ عَلْقَمَةُ أَنَّ التَّأْذِينَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ , خِلَافٌ لِسُنَّةِ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৭১ | মুসলিম বাংলা