শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৬
আন্তর্জাতিক নং: ৮৬৭
ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে
৮৬৬-৮৬৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বিলাল (রাযিঃ)-এর আযান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেহেতু তার দৃষ্টি শক্তিতে কিছুটা দুর্বলতা রয়েছে।

ব্যাখ্যা
এতে বুঝা যাচ্ছে যে, বিলাল (রাযিঃ) ফজর হয়েছে বলে ধারণা পোষণ করতেন, কিন্তু দৃষ্টিশক্তির দুর্বলতার কারণে তা ভুল হয়ে যেত। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) লোকদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা তাঁর আযানের উপর আমল না করে। যেহেতু দৃষ্টিশক্তির দুর্বলতার কারণে ভুল করা তার অভ্যেসে পরিণত হয়েছে।
866 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ إِشْكَابَ ح
867 - وَحَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا شِهَابُ بْنُ عَبَّادٍ الْعَبْدِيُّ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بِشْرٍ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ , عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغُرَّنَّكُمْ أَذَانُ بِلَالٍ فَإِنَّ فِي بَصَرِهِ شَيْئًا» فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ بِلَالًا كَانَ يُرِيدُ الْفَجْرَ فَيُخْطِئُهُ لِضَعْفِ بَصَرِهِ. فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا يَعْمَلُوا عَلَى أَذَانِهِ , إِذْ كَانَ مِنْ عَادَاتِهِ الْخَطَأُ , لِضَعْفِ بَصَرِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান