শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৮৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে
৭৮৭। ইব্ন খুযায়মা (রাহঃ)..... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি যখন জানাবাতগ্রস্ত হয় এবং সে পানাহার বা ঘুমাতে ইচ্ছা করে তাহলে নিজের দুই হাত কবজি পর্যন্ত ধুবে, কুলি করবে, নাকে পানি দিবে, চেহারা, কনুই পর্যন্ত দুই হাত ও লজ্জাস্থান ধুবে। কিন্তু পা ধুবে না।
সুতরাং এটা অসম্পূর্ণ উযূ। অথচ এটা জ্ঞাত ব্যাপার যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এ অবস্থায় পূর্ণ উযূর নির্দেশ দিয়েছেন। অতএব এটা তখনই হতে পারে যে, তাঁর মতে তা (উযূ) রহিত হয়ে যাওয়াটা সাব্যস্ত হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এমন ব্যক্তির ব্যাপারে বর্ণিত আছে যে, নিজ স্ত্রীর সঙ্গে একবার সঙ্গম করার পর পুনঃ ইচ্ছা করে।
সুতরাং এটা অসম্পূর্ণ উযূ। অথচ এটা জ্ঞাত ব্যাপার যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এ অবস্থায় পূর্ণ উযূর নির্দেশ দিয়েছেন। অতএব এটা তখনই হতে পারে যে, তাঁর মতে তা (উযূ) রহিত হয়ে যাওয়াটা সাব্যস্ত হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এমন ব্যক্তির ব্যাপারে বর্ণিত আছে যে, নিজ স্ত্রীর সঙ্গে একবার সঙ্গম করার পর পুনঃ ইচ্ছা করে।
كتاب الطهارة
787 - مَا حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ أَيُّوبَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «إِذَا أَجْنَبَ الرَّجُلُ , وَأَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يُشْرِبَ أَوْ يَنَامَ , غَسَلَ كَفَّيْهِ , وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ , وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ , وَغَسَلَ فَرْجَهُ , وَلَمْ يَغْسِلْ قَدَمَيْهِ» فَهَذَا وُضُوءٌ غَيْرُ تَامٍّ. وَقَدْ عَلِمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ فِي ذَلِكَ بِوُضُوءٍ تَامٍّ , فَلَا يَكُونُ هَذَا إِلَّا وَقَدْ ثَبَتَ النَّسْخُ لِذَلِكَ عَنْهُ وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِي الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ يُرِيدُ الْمُعَاوَدَةَ