শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭২৬
জুমআর দিন গোসল করা।
৭২৬। রবীউল মুয়াযযিন (রাহঃ)..... সাবিত ইবন আবু কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু কাতাদা (রাযিঃ) তাঁকে বলেছেন, জুমু'আর জন্য গোসল করবে। তিনি উত্তরে বললেন, আমি জানাযাতের গোসল করে ফেলেছি।
726 - حَدَّثَنَا رَبِيعُ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ مُصْعَبَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ , أَنَّ ثَابِتَ بْنَ أَبِي قَتَادَةَ حَدَّثَهُ , أَنَّ أَبَا قَتَادَةَ قَالَ لَهُ: " اغْتَسِلْ لِلْجُمُعَةِ , فَقَالَ: لَهُ قَدِ اغْتَسَلْتُ لِلْجَنَابَةِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৬ | মুসলিম বাংলা