শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭২৫
জুমআর দিন গোসল করা।
৭২৫। ইউনুস (রাহঃ)..... তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি,আল্লাহ তা'আলার হক এবং প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে, সে প্রতি সপ্তাহে (একবার) গোসল করবে। নিজের শরীর থেকে সব কিছু ধুয়ে নিবে আর যদি নিজের ঘরে সুগন্ধি থাকে তবে তা ব্যবহার করবে।
725 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عُمَرَ، وَعَنْ طَاوُسٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «حَقُّ اللهِ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ , يَغْتَسِلُ , وَيَغْسِلُ مِنْهُ كُلَّ شَيْءٍ , وَيَمَسُّ طِيبًا إِنْ كَانَ لِأَهْلِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৫ | মুসলিম বাংলা