শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭২৪
জুমআর দিন গোসল করা।
৭২৪। ইবন মারযুক (রাহঃ)...... যাযান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি আলী (রাযিঃ)-কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, যখন ইচ্ছা হয় গোসল কর। আমি বললাম, আমি তো আপনাকে সেই গোসল সম্পর্কে জিজ্ঞাসা করছি, যে গোসল (ছাওয়াবের কারণ)। তিনি বললেন, জুমু'আর দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন।
724 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ زَاذَانَ، قَالَ: سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الْغُسْلِ , فَقَالَ: اغْتَسِلْ إِذَا شِئْتَ. فَقُلْتُ: إِنَّمَا أَسْأَلُكَ عَنِ الْغُسْلِ الَّذِي هُوَ الْغُسْلُ قَالَ: يَوْمُ الْجُمُعَةِ , وَيَوْمُ عَرَفَةَ , وَيَوْمُ الْفِطْرِ , وَيَوْمُ الْأَضْحَى "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৪ | মুসলিম বাংলা