শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭২৩
জুমআর দিন গোসল করা।
৭২৩। ইবন মারযুক (রাহঃ)...... আব্দুল্লাহ্ ইবন হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি সা'দ (রাযিঃ)-এর সঙ্গে বসা ছিলাম। তিনি জুমু'আর দিন গোসল করা প্রসঙ্গ উল্লেখ করলেন। এতে তাঁর পুত্র বললেন, আমি তো গোসল করিনি। সা'দ (রাযিঃ) বললেন, আমি কোন মুসলিমকে দেখিনি যে, সে জুমু'আর দিন গোসল পরিত্যাগ করে।
723 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ، قَالَ: كُنْتُ قَاعِدًا مَعَ سَعْدٍ , فَذَكَرَ الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ. فَقَالَ ابْنُهُ: فَلَمْ أَغْتَسِلْ , فَقَالَ سَعْدٌ: «مَا كُنْتُ أَرَى مُسْلِمًا يَدَعُ الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ»
