শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭২২
জুমআর দিন গোসল করা।
৭২২। ইবন আবী দাউদ (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন: “যে ব্যক্তি জুমু'আর দিন উযূ করল সে কতইনা ভাল ও সুন্দর কাজ করল এবং ফরয আদায় করল। আর যে ব্যক্তি গোসল করল তবে গোসল হল আরো উত্তম। "
বিশ্লেষণ
বস্তুত এই হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে, ফরয হল শুধু উযূ করা আর গোসল করা উত্তম। যেহেতু এতে ফযীলত লাভ হয়; এজন্য নয় যে, তা ফরয। যদি কোন প্রমাণ উপস্থাপনকারী ওটা ওয়াজিব হওয়ার উপরে আলী (রাযিঃ), সা'দ (রাযিঃ), আবু কাতাদা (রাযিঃ) ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করে। যেমনঃ
বিশ্লেষণ
বস্তুত এই হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে, ফরয হল শুধু উযূ করা আর গোসল করা উত্তম। যেহেতু এতে ফযীলত লাভ হয়; এজন্য নয় যে, তা ফরয। যদি কোন প্রমাণ উপস্থাপনকারী ওটা ওয়াজিব হওয়ার উপরে আলী (রাযিঃ), সা'দ (রাযিঃ), আবু কাতাদা (রাযিঃ) ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করে। যেমনঃ
722 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَالِدُ بْنُ خَلِّيٍّ الْحِمْصِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ حُمْرَةَ الْأَمْلُوكِيُّ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ , وَقَدْ أَدَّى الْفَرْضَ , وَمَنِ اغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ» فَبَيَّنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْفَرْضَ هُوَ الْوُضُوءُ , وَأَنَّ الْغُسْلَ أَفْضَلُ لِمَا يَنَالُ بِهِ مِنَ الْفَضْلِ لَا عَلَى أَنَّهُ فَرْضٌ. فَإِنِ احْتَجَّ مُحْتَجٌّ فِي وُجُوبِ ذَلِكَ , بِمَا رُوِيَ عَنْ عَلِيٍّ وَسَعْدٍ وَأَبِي قَتَادَةَ , وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ
