শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭১৪
আন্তর্জাতিক নং: ৭১৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
জুমআর দিন গোসল করা।
৭১৪-৭১৫। মুহাম্মাদ ইব্‌ন আবৃদিল্লাহ্ ইবন মায়মূন (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার (রাযিঃ), খুতবা দিচ্ছিলেন, এমন সময় উসমান ইবন আফ্ফান (রাযিঃ) মসজিদে প্রবেশ করেন। উমার (রাযিঃ) তার দিকে ইঙ্গিত করে বললেন, সেই সমস্ত লোকদের কী অবস্থা, যারা আযানের পরে বিলম্ব করে। তারপর অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
714 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ، قَالَ: ثنا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ ح

715 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا عُمَرُ يَخْطُبُ النَّاسَ إِذْ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَعَرَّضَ لَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ وَقَالَ: مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান