শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭১১
আন্তর্জাতিক নং: ৭১৩
জুমআর দিন গোসল করা।
৭১১-৭১৩। ইউনুস (রাহঃ)...... সালিম ইবন আব্দিল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জুমু'আর দিন সাহাবাদের এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, উমার ইবন খাত্তাব (রাযিঃ) (তখন) খুত্বা দিচ্ছিলেন। উমার (রাযিঃ) বললেন, এটা কোন্ সময়? তিনি বললেন, হে আমীরুল মু'মিনীন! আমি বাজার থেকে ফিরেছি এবং আযান শুনেছি, তাই শুধু উযু করেছি, অতিরিক্ত কিছু করিনি । উমার (রাযিঃ) বললেন, শুধুমাত্র উয়ূ? অথচ তুমি অবহিত আছ যে, রাসূলুল্লাহ্ (ﷺ) গোসলের নির্দেশ দিতেন। বর্ণনাকারী মালিক (রাহঃ) বলেন, ওই ব্যক্তি (সাহাবী) উসমান ইবন আফ্ফান (রাযিঃ) ছিলেন।

ইবন আবী দাউদ (রাহঃ)..... সালিম (রাহঃ) তাঁর পিতা (আব্দুল্লাহ্ রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি মালিক (রাহঃ)-এর উক্তি উদ্ধৃত করেননি যে, তিনি উসমান (রাযিঃ) ছিলেন।

আবু বাকরা (রাযিঃ)....... ইবন উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
711 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ , وَعُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَخْطُبُ. [ص:118] فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: أَيَّةُ سَاعَةٍ هَذِهِ؟ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , انْقَلَبْتُ مِنَ السُّوقِ , فَسَمِعْتُ النِّدَاءَ , فَمَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ عُمَرُ الْوُضُوءُ أَيْضًا؟ وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ؟ قَالَ مَالِكٌ وَالرَّجُلُ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ.

712 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ: ثنا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ مَالِكٍ , أَنَّهُ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ.

713 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، قَالَ: ثنا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭১১ | মুসলিম বাংলা