শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭১০
পবিত্রতা অর্জনের অধ্যায়
জুমআর দিন গোসল করা।
৭১০। আলী ইব্ন শায়বা (রাযিঃ)........ ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উমার (রাযিঃ) একদিন জুমু'আর খুতবা দিচ্ছিলেন, এমন সময় জনৈক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করল। উমার (রাযিঃ) তাকে বললেন, এ সময়! শুধু উযূ করে এসেছ? সে বলল, আমি আযান শুনার পরে উযূ অপেক্ষা অতিরিক্ত কিছু করতে পারিনি, তারপর আমি উপস্থিত হয়ে গিয়েছি। আমীরুল মু'মিনীন যখন (গৃহে) প্রবেশ করলেন আমি তাঁকে বললাম, হে আমীরুল মু'মিনীন! সে ব্যক্তি যা বলেছে আমি শুনেছি। তিনি বললেন, সে কি বলেছে? বললাম, সে বলেছে, যখন আমি আযান শুনেছি তখন উযূ অপেক্ষা অতিরিক্ত কিছু করতে পারিনি। তারপর এসে গেছি। তিনি বললেন, জেনে রেখ! সে নিশ্চয়ই অবহিত আছে যে, আমাদেরকে অন্য হুকুম দেয়া হয়েছে। আমি বললাম, তা-কি? তিনি বললেন, 'গোসল'। আমি বললাম, তা কি শুধু আপনারা প্রথম হিজরতকারীদের জন্য, না অপরাপর সমস্ত লোকদের জন্য? তিনি বললেন, জানিনা।
كتاب الطهارة
710 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ , إِذْ أَقْبَلَ رَجُلٌ , فَدَخَلَ الْمَسْجِدَ فَقَالَ لَهُ عُمَرُ: الْآنَ حِينَ تَوَضَّأْتُ. فَقَالَ: مَا زِدْتُ حِينَ سَمِعْتُ الْأَذَانَ , عَلَى أَنْ تَوَضَّأْتُ , ثُمَّ جِئْتُ. فَلَمَّا دَخَلَ أَمِيرُ الْمُؤْمِنِينَ ذَكَّرْتُهُ , فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ: أَنَا سَمِعْتُ مَا قَالَ قَالَ: وَمَا قَالَ:؟ قُلْتُ قَالَ: مَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ ثُمَّ أَقْبَلْتُ. فَقَالَ: أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّا أُمِرْنَا بِغَيْرِ ذَلِكَ , قُلْتُ مَا هُوَ؟ قَالَ: الْغُسْلُ قُلْتُ: أَنْتُمْ أَيُّهَا الْمُهَاجِرُونَ الْأَوَّلُونَ أَمِ النَّاسُ جَمِيعًا , قَالَ: لَا أَدْرِي "