শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭০৮
আন্তর্জাতিক নং: ৭০৯
জুমআর দিন গোসল করা।
৭০৮-৭০৯। ইউনুস (রাহঃ) ও মুহাম্মাদ ইবন হাজ্জাজ (রাহঃ)...... ইয়াহইয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জুমু'আর দিনের গোসল সম্পর্কে আমরা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছি। তিনি উল্লেখ করেন যে, তিনি আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছেন : লোকেরা কাজ-কর্মে ব্যস্ত থাকত, তারপর সেই অবস্থায়ই প্রত্যাবর্তন করত। এতে তিনি (রাসূল সা) বললেন, যদি তোমরা গোসল করতে (কতইনা ভাল হত)। আয়েশা (রাযিঃ) বলছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁদেরকে সেই কারণে গোসলের প্রতি উৎসাহিত করেছেন, যা ইবন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেছেন। তিনি তাদের উপর তা ওয়াজিব (আবশ্যিক) করেননি। আয়েশা (রাযিঃ)ও সেই সমস্ত রাবীদের অন্যতম, যার থেকে আমরা (এই অনুচ্ছেদের) প্রথমাংশে বর্ণনা করেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ওই দিন গোসল করার নির্দেশ দিতেন। উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, তাঁর নিকট ওই বিধান ফরযের অবস্থান সম্পন্ন ছিল না:
708 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، ح

709 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ، عَنْ يَحْيَى، قَالَ: سَأَلْتُ عَمْرَةَ عَنْ غُسْلِ، يَوْمِ الْجُمُعَةِ , فَذَكَرَتْ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا تَقُولُ: كَانَ النَّاسُ عُمَّالَ أَنْفُسِهِمْ , فَيَرُوحُونَ بِهَيْئَاتِهِمْ فَقَالَ: «لَوِ اغْتَسَلْتُمْ» فَهَذِهِ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا , تُخْبِرُ بِأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِنَّمَا كَانَ نَدَبَهُمْ إِلَى الْغُسْلِ , لِلْعِلَّةِ الَّتِي أَخْبَرَ بِهَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَأَنَّهُ لَمْ يَجْعَلْ ذَلِكَ عَلَيْهِمْ حَتْمًا , وَهِيَ أَحَدُ مَنْ رَوَيْنَا عَنْهَا فِي الْفَصْلِ الْأَوَّلِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ فِي ذَلِكَ الْيَوْمِ. وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ مَا يَدُلُّ عَلَى أَنَّ ذَلِكَ لَمْ يَقَعْ عِنْدَهُ , مَوْقِعَ الْفَرْضِ
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭০৮ | মুসলিম বাংলা