শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৮৩
আন্তর্জাতিক নং: ৬৮৪
তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৮৩-৬৮৪। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ)...... হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার চেহারা ও দুই কবজির জন্য মারবে, আরেকবার কনুই পর্যন্ত দুই হাতের জন্য মারবে।

মুহাম্মাদ (রাহঃ)...... হাসান (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু কুনুই পর্যন্ত শব্দ বলেননি।
683 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ قَالَ: «ضَرْبَةٌ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ , وَضَرْبَةٌ لِلذِّرَاعَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ»

684 - حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: ثنا حَجَّاجٌ، ثنا أَبُو الْأَشْهَبِ، عَنِ الْحَسَنِ، مِثْلَهُ , وَلَمْ يَقُلْ: إِلَى الْمِرْفَقَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৩ | মুসলিম বাংলা