শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৮২
তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৮২। ফাহাদ (রাহঃ).....জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন তার নিকট জনৈক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমি জানাবাতগ্রস্ত হয়ে পড়েছি এবং মাটিতে গড়াগড়ি দিয়েছি। তিনি বললেন, তুমি কি গাধা হয়ে গিয়েছ? এরপর তিনি দুই হাত মাটিতে মেরে চেহারা মাসেহ করেন। তারপর দুই হাত মাটিতে মেরে উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করেন এবং বলেন, তায়াম্মুম এভাবে (করতে হয়) ।
হাসান (বসরী র) থেকেও অনুরূপ বর্ণিত আছে:
হাসান (বসরী র) থেকেও অনুরূপ বর্ণিত আছে:
682 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا عُزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَتَاهُ رَجُلٌ فَقَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ , وَإِنِّي تَمَعَّكْتُ فِي التُّرَابِ. فَقَالَ: أَصِرْتَ حِمَارًا , وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ فَمَسَحَ وَجْهَهُ , ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ فَمَسَحَ بِيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ , وَقَالَ: هَكَذَا التَّيَمُّمُ " وَقَدْ رُوِيَ مِثْلُ ذَلِكَ أَيْضًا عَنِ الْحَسَنِ
