শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৮১
তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৮১। ইউনুস (রাহঃ)....... নাফি' (রাহঃ) থেকে বর্ননা করেন যে, একবার ইবন উমার (রাযিঃ) 'জুরুফ' নামক স্থান থেকে রওয়ানা হয়ে 'মিরবাদ' নামক স্থানে পৌঁছে পাক মাটি দ্বারা তায়াম্মুম করলেন। তিনি (এতে) চেহারা ও কনুই পর্যন্ত দুই হাত মাসেহ করলেন। তারপর সালাত আদায় করেন।
681 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ نَافِعٍ: أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَقْبَلَ مِنَ الْجَرْفِ حَتَّى إِذَا كَانَ بِالْمِرْبَدِ , تَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ , ثُمَّ صَلَّى "
