শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৮৫
আন্তর্জাতিক নং: ৬৮৭
২৪- জুমআর দিন গোসল করা।
৬৮৫-৬৮৭। মুহাম্মাদ ইবন আলী ইবন মুহাররিয (রাহঃ) তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন আব্বাস (রাযিঃ)-কে বললাম যে, লোকেরা আলোচনা করে যে, নবী (ﷺ) বলেছেন, তোমরা জুমু'আর দিন গোসল কর এবং নিজ নিজ মাথা ধৌত কর। যদিও তোমরা জানাবাতগ্রস্ত না হও। আর সুগন্ধি ব্যবহার কর। ইবন আব্বাস (রাযিঃ) বলেন, গোসল তো উত্তম কিন্তু সুগন্ধির বিষয়ে আমার জানা নেই।

ইবন আবী দাউদ (রাহঃ) …..যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাউস (রাহঃ)‌ বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে বললাম। তারপর রাবী অনুরূপ উল্লেখ করেছেন।

আবু বাকরা (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
بَابُ غُسْلِ يَوْمِ الْجُمُعَةِ
685 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا أَبِي , عَنِ ابْنِ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ طَاوُوسٍ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: ذَكَرُوا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ , وَاغْسِلُوا رُءُوسَكُمْ , وَإِنْ لَمْ تَكُونُوا جُنُبًا , وَأَصِيبُوا مِنَ الطِّيبِ» فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَمَّا الْغُسْلُ فَنَعَمْ , وَأَمَّا الطِّيبُ , فَلَا أَعْلَمُهُ

686 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْيَمَانِ، قَالَ: أنا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: قَالَ طَاوُوسٌ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

687 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُوسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৫ | মুসলিম বাংলা