শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৬০
হালাল পশুর পেশাবের বিধান
৬৬০। বাকর ইবন ইদ্রীস (রাযিঃ)........ হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উট, গরু ও বকরীর পেশাবকে মাকরূহ মনে করতেন। অথবা অনুরূপ অর্থ সম্বলিত বাক্য বলেছেন।
660 - حَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ، قَالَ: ثنا آدَمُ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ أَنَّهُ كَرِهَ أَبْوَالَ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ , أَوْ كَلَامًا هَذَا مَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬০ | মুসলিম বাংলা