শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৫৯
হালাল পশুর পেশাবের বিধান
৬৫৯। হুসাইন ইবন নসর (রাযিঃ)...... আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হালাল পশুর পেশাবে কোনরূপ অসুবিধা নেই। বস্তুত এটা এরূপ হাদীস যার অর্থ সুস্পষ্ট।
659 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَطَاءٍ، قَالَ: «كُلُّ مَا أُكِلَتْ لَحْمُهُ , فَلَا بَأْسَ بِبَوْلِهِ» فَهَذَا حَدِيثٌ مَكْشُوفُ الْمَعْنَى
