শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৫৮
হালাল পশুর পেশাবের বিধান
৬৫৮। হুসাইন ইবন নসর (রাহঃ)....ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা উটের পেশাব দ্বারা শিফা অর্জন করত এবং এতে কোন অসুবিধা মনে করত না। বস্তুত এটাও সেই সম্ভাবনা রাখছে, যা মুহাম্মাদ ইবন আলী (রাহঃ)-এর উক্তিতে রয়েছে।
658 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «كَانُوا يَسْتَشِفُّونَ بِأَبْوَالِ الْإِبِلِ , لَا يَرَوْنَ بِهَا بَأْسًا» فَقَدْ يَحْتَمِلُ هَذَا أَيْضًا مَا احْتَمَلَ قَوْلُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا
